আমি চাঁদের মাঝে কালো দেখি রোজ,
তবু সেই কালোর মাঝে মেলে আলোর খোঁজ।
তোমরা বল চাঁদের গায়ে নাকি কলঙ্কের কালো,
আমি বলি ও যে সম্প্রীতির  আলো।


পূর্ণিমাতে ওঠে যে চাঁদ পূর্ণ চন্দ্র হয়ে,
ঈদের রাতে সেই চাঁদ আসে সম্প্রীতির বার্তা নিয়ে।
ধর্মের বিভেদ দূর হয়ে যাক মনটা থাকুক কাছে,
মুসলিম ভাই পুজোয় মাতুক, হিন্দু মাতুক ঈদে।


ভালোবাসার রঙে সাজুক তোমার আমার পৃথিবী,
ধর্মান্ধতা দূর হয়ে যাক ফিরুক সম্প্রীতি।
আমার তোমার বিভেদ ঘুচুক হোক সবই আমাদের,
কলঙ্ক মুক্ত মানবজাতি আলোয় সাজুক চাঁদের।


***************************