তুমি কি শুনতে পাচ্ছো
মাটির বুকের আর্তনাদ!
তুমি কি দেখতে পাচ্ছো
গভীর কালোর মাঝে হারানো চাঁদ!
তুমি কি স্পর্শ করেছো
নীল সাগরের ঢেউ!
তুমি যখন পিছন ফিরেছো
সঙ্গে ছিলোনা কেউ।
তুমি যখন আঁধারে ঢেকেছিলে
আলো হারিয়েছিল ভীড়ে,
তুমি যেদিন পাখি হয়েছিলে
উড়েছিলে আকাশের বুক চিঁরে।
তুমিও আছো, আমিও আছি
সেদিন ফেরার অপেক্ষায়,
দিন হারিয়ে রাত্রি নেমেছে
আজ সোনালী অগ্নিশিখায়।
***************