একদিন নদীর পাড়ে দাঁড়িয়ে আছি একা,
বয়ে চলেছে সে নিজের মতো।
মৃদু ঢেউ এসে ধাক্কা মারছে পাড়ে,
কলকল শব্দে মুছে দিচ্ছে সকল নিস্তব্ধতা।
নির্জনতা ভেঙে বয়ে চলেছে নদী।
জিজ্ঞাসা করলাম তুমি এসেছো কোথা হতে,
যাবেই বা কোথায়? উওর এলো না,
কানে ভেসে এলো শুধুই কলকল শব্দ।
তোমার শীতলতা স্পর্শ করেছে আমার হৃদয়।
অপরূপা কল্লোলিনী ভরিয়েছো মুগ্ধতায়।
তোমার প্রবাহে বয়ে চলে যাক্ মনের সব কালো,
ঢেউ হয়ে আছড়ে পড়ুক সবকিছু ভালো।
আমার কল্পনায় রয়েছো হয়ে রানী,
আমায় মুগ্ধ করো স্রোতস্বিনী।
*********************