মনের কোণের হাঁক ডাকে ঐ
ফেরিওয়ালা ভাই,
অবাক চোখে চেয়ে দেখি
ঝাঁকা 'স্বপ্ন' বোঝাই।


বলছে হেঁকে ভিন্ন সুরে
স্বপ্ন আছে হরেকরকম,
ভাবছি শুনে শুধুই আমি
স্বপ্নের কত রকম সকম!


স্বপ্ন আছে বড় হওয়ার
নিজেই নিজের মনের মতো,
শখ পূরণের স্বপ্ন আছে
ভালবাসার স্বপ্ন শত।


না পূরণের স্বপ্নও আছে
আশাও আছে একই সাথে,
ভয়ের স্বপ্নও আছে ঝাঁকায়
ভয় কাটানোর অস্ত্র হাতে।


লক্ষ্য পূরণের স্বপ্ন হাজার
সরিয়ে পথের কাঁটা,
ঝোপ সরিয়ে যায় এগিয়ে
স্বপ্নের ফেরিওয়ালা।