রাত ফুরিয়ে দিন আসে;
ঘুম ভেঙ্গে জেগে ওঠা নীলিমা
রেঙে ওঠে পূব দিগন্তের রবিরাগে--
মনে হয় যেন কোনো জ্বলন্ত অঙ্গার,
ছাই রঙা নীল কোনো ক্যানভাসে।


ক্রমে মুছে আসে রাত্রির বীভৎসতা,
বিদায় নেয় অগুনতি টিমটিমে তারা;
কেটে যায় রাত্রির কালো অভিশাপ,
মনে ভিড় করে শুধু রাতজাগা স্মৃতিরা।

চোখ মেলে পরিচিত ব‍্যস্ত পৃথিবী,
ছিঁড়েখুড়ে যায় পরিচিত নিঃস্তব্ধতা;
কানে বাজে হাজারো পাখির কলতান,
মুছে দেয় রাত্রির নিদারুণ দীনতা।