আহা কানার দল,
তোমারা ফড়িংরে হেলিকপ্টার কও
আর প্রকৃতির বিরুদ্ধে মানুষের ধ্বংসলীলাকে, সংগ্রাম!

মানুষ তো দূর তোমার প্রাণিও কি আছো?
প্রকৃতির বিরুদ্ধে তোমাদের সেই কী তীব্র ক্ষোভ!

তোমারা কি Sustainable Development  বুঝো?
এই মূর্খের দল,
বুঝো কিভাবে প্রকৃতির ধ্বংস না করে উন্নতি করতে হয়?
মূর্খের দেশে বুদ্ধির চর্চা পাপ।

তোমরা ইকোসিস্টেম বুঝো?
তোমরা কি বুঝো সিংহের আসন যে প্রাকৃতিক?  
আর তোমরা,
প্রকৃতির এই ভারসাম্যরে স্বৈরতন্ত্র কও!

বাঘের হরিণ শিকাররে কও হত্যা!
আহা, বিদঘুটে, অশিক্ষিত, মূর্খের দল।
হুলির রং রে কও রক্ত!
আহা, কী জ্বালা!  
দিকভ্রান্ত কূপমুন্ডুকের দল,
তোমাদের নিয়ে যাব কই?

তোমরা কি আদৌও বেচেও আছো?