তুমি আমাকে হারিয়ে কী খুব পুলকিত হও?


তুমি আমাকে এমন নূন্যতম প্রচেষ্টায় হারাও যে,
পিঁপড়াও আমাকে দেখে অবজ্ঞার দৃষ্টি  বিনিময় করে।


আমি পড়ে থাকি বুড়িগঙ্গার কিনারা  কিংবা সমুদ্রের তীরে,
তুমি ভাবো " নদীর কিনারা থেকে সমুদ্রের তীর আমার পদোন্নতি "


আমি তো সেই আবর্জনা যা একবার বুড়ি গঙ্গা আরেকবার সমুদ্রের তীরে লাশের ন্যায় পড়ে থাকি।  


আমি গড়িয়ে সমুদ্রের যাই অন্য কারো স্রোতে,
এইখানে ও আমি এতো ক্ষুদ্র যে,  নিজ ইচ্ছে স্রোতে ভেসে যায়।


উৎসর্গঃ সুমন দে