প্রতিদিন তোমাকে সুন্দর দেখায় না
তুমি যখন মাথায় গুজে দাও কাঠ গোলাপ বা জবা
তোমাকে অনন্যা বলে হাঁক দিতে ইচ্ছে করে।
তুমি যখন ভারী রঙ ছেড়ে হালকা রঙে নিজেকে আবৃত করো
তোমাকে অপরূপা ডাকতে ইচ্ছে করে।।
অল্প কাজের পাড় বাধানো শাড়ি
তোমার জন্যই তৈরি এমন চিৎকার ভারি করে আকাশ।
তবে প্রতিদিন তোমাকে সুন্দর দেখায় না।


তোমাকে যেই দিন সুন্দর দেখায়


কাপড় না তুমি কে বেশি সুন্দর এই ভাবে এই খদ্দের ;
আর আবর্জনা না খদ্দের কে বেশি কুচ্ছিত এই ভাবছে,
এক পরিষ্কার কর্মী।