উড়ো চিঠি, স্বপ্ন আমার
তুমি স্বপ্ন ই থেকো, বাস্তবতায় আমি বিশ্বাস হারিয়েছি আগেই।
বাস্তবতা আমাকে শ্বাসরুদ্ধ করে, তুমি স্বপ্ন হয়ে বাঁচিয়ে রেখো আমায়।


উড়ো চিঠি, হতাশা আমার
তুমি হতাশা ই থেকো, আশা হয়ে আশা কে হত করো না।


উড়ো চিঠি, শেকল আমার
তুমি বন্দী ই থেকো, স্বাধীন হয়ে হরণ করো না আমায়।


উড়ো চিঠি, চড়ুই আমার
তুমি পাখি ই থেকো, কাকতাড়ুয়া হয়ে ভীত করো না আমায়।


উড়ো চিঠি, কবিতা আমার
জীবনানন্দের প্রেম ই থেকো, আজাদের প্রবন্ধ হয়ো না।


উড়ো চিঠি, মুক্তি আমার
মুক্ত ই থেকো, এই নষ্ট হাতের নাগালের বাহিরে থেকো।


উড়ো চিঠি, মরীচিকা আমার
মরীচিকা ই থেকো, ধরতে গেলে সট কে পড়ো।


উড়ো চিঠি, অপ্রাপ্তি আমার
অপ্রাপ্তি ই থেকো, প্রাপ্তি হয়ে ফুরিয়ে যেয়ো না।