আমি সেইদিন একটি পাখির বর্ণনা করতে গিয়ে মূর্ছা গিয়েছি। আর কিভাবে বর্ণনা করি  এমন এক মানবী কে
যে চোখের পলক না ফেলে পাল্টে দিয়েছে,
আমি এবং আমার পুরো জগৎ কে।

আমি কিভাবে সে মানবী কে বলি,
আমি তোমায় ভালবাসি আগ্নেয়গিরির থেকে উদগিরিত লাভা হয়ে ছড়িয়ে পড়ার সময়ও।  


কিভাবে তোমাকে বলি,
আমি তোমায় ভালবাসি ঠাণ্ডায় জমে যেতে যেতে ও।  


আমি সেইদিন ল্যান্টানার ঘ্রাণে অজ্ঞান হয়ে গিয়েছি।
আর যখন দক্ষিণা বাতাস বয়ে আনে তোমার সুঘ্রাণ,
তখন আমি কিভাবে সজাগ থাকি?
তাই তো অবচেতন হয়ে পড়ে রয় তোমার সুঘ্রাণে।
অবচেতন হয়েও তোমাকে কিভাবে বলি,
আমি তোমাকে তখনও ভালবাসি।


আমি চেঙ্গিসের তরবারি হয়ে মধ্য এশিয়া রক্ত ভাসিয়েছিলাম। জল্লাদের রূপ ধারণ করেও তোমাকে কিভাবে বলি,
হৃদয়ের কোন এক কোণে এখনও তুমি জমে আছ।
যা প্রতি নিয়ত বলছে আমি তোমায় ভালবাসি।
তাই তো তরবারি ছুড়ে আমি পালাই দিক দিগন্তে।  


থোরাবোরো পাহাড়ে দেবতাদের সাথে অসম যুদ্ধে পরাজিত হতে হতে ও,
কিভাবে বলি আমি জিতে গেছি?
কেননা আমি এখনও তোমায় ভালবাসি।