আমি হবো বুদ্ধের অনুগামী
নিজের গণ্ডি ডিঙিয়ে ধরা দিব, তোমার পৃথিবীতে।  


আমি হবো নগণ্য।
তুমি ভাবছ আমি তেলাপোকা হবো?
হয়তো তাই।
এমন নগণ্য না হলে আমি তো আমারই হবো না,
তোমারই বা কী হবো?


আমি হবো জল।
তুমি ভাবছ এমন আকার হীন কেনো হবো?
আকার হীন যদি নাই হই তবে কিভাবে তোমার পাত্রে ধারণের উপযোগী হবো?


আমি হব কচুরিপানা ফুল।
জলে ভেসে যাবো বা কিছুটা আদরে হাতে তুলে নিলে ভরিয়ে দিব তোমার বুক।


আমি হবো গৃহহীনের, উলঙ্গ শিশুর, দালানে বন্দী প্রাণের।
আমি হবো বেশ্যা র, হবো সন্ন্যাসী র
তবে না আমি তোমার হবো।


নইলে তো আমি চিরকাল বিকৃত আত্মা রইবো।


উৎসর্গ ঃ আমার হৃদয়ে যার প্রবেশাধিকার অনুমতি বিহীন মিজানুর রহমান। যার সান্নিধ্যে আমি সুধা পান করি অবিরাম।