আজাদের যা কিছু ছিল,
সমস্ত জিনিস যা সুস্থ, কল্যাণকর তার সবই গেছে।
আমার ই বা কিছু রইবে কী?


এই শহরে কাকেদের ঝেটিয়ে বিদায় করে,
কোকিলের আগমনে লাল গালিচা বিছানো হবে।
কান সেই সুরের অপেক্ষার প্রহর গুনবে,
হৃদয় ততদিন রইবে কী?


ফড়িং এরা ডানা হারাবে,
গাছ ফল শূন্য হবে,
সমূলে তাকে উপড়ে ফেলা হবে বা নিজেই মুখ থুবড়ে পড়বে।


তামার ডানা সর্বত্র সৌন্দর্য ফেরি করবে,
চকচকে শহর হবে,
পরিপাটি কাপড় হবে,
কেউ অমূল্য রইবে না।


স্বাধীনতার পতাকা উড়বে,
জনকের চোখ পতাকা ছাড়িয়ে শূন্যে কিংবা শূন্যতায় দিক খুঁজে ফিরবে।


হৃদয়ে কথার তুবড়ি ছুড়বে,
ছফার সেই নারী বাংলাদেশ চিৎকার করবে,
তবে ঠোঁট বলে কিছুই রইবে না।
নাকের ঠিক নিচে চামড়া বিষ ফুড়ার ন্যায় ফুলে রইবে।


বিষের ব্যথা হৃদয়ে ক্ষতের সৃষ্টি করবে,
শব্দ বলে কিছুই রইবে কী?


নীরবতা ভাষা হবে,
মনুষ্য জাতি তা আর বুঝবে কী?