আজ আমি বুঝতে পারি, তুমি কেনো ওষ্ঠ রাঙাও;
মিষ্টি করে হাসো, জ্যৈষ্ঠ মধু খাও।
তুমি কেনো বাজারের সবচেয়ে সুন্দর জামা খুঁজে বেড়াও,
ভীত হরিণীর ন্যায় ছুটে চলো এক মেক আপ স্টোর থেকে অন্য অন্য মেক আপ স্টোরে।


আমি সবই বুঝি, তবে স্বীকার করি না।
কাপুরুষ কী করে স্বীকার করবে, সে তোমাকে মানুষ ভাবে নি।


পক্ষান্তরে আমি, এই হতশ্রী চেহারা আর জরাজীর্ণ পোশাকে দ্বিধাহীন চিত্তে ছুটে গেছি তোমার কাছে।  


এতটুকু স্বাধীনতা তোমারও তো পাওয়ার কথা ছিলো!


উৎসর্গঃ  অন্যের জন্য নিজেকে বিলীন করে দিতে পারে এমন মানুষ আমি খুব কমই দেখেছি। এমন সুন্দর আর নির্মল হৃদয়ের মানুষকে একটা কবিতা উৎসর্গ করতে পারা আমার সুভাগ্য। ওমর ফারুক, যার হৃদয় তার নামের ভার থেকে ঢের বেশি।