কাকডাকা ভোরে একটি পাখি যখন,
একাকি উড়ে বেড়ায়, বাঁধনবিহীন-ওড়ার আনন্দে;
সাথে থাকে না কেহ, শুধু শহুরে মেঘের মাঝে ওই সূর্যটা;
আস্তে আস্তে উঁকি দেয়, যখন নিচে এখনো আঁধার;
রয়ে গেছে তবে কোথাও দু'একজন ইতস্তত মানুষ, দূর মসজিদে আযান;
আর ক্ষণে-ক্ষণে রুপ পালটানো আকাশ, সেই সাথে কতজন;
বিছানা ছেড়ে উঠছে, তখনই ঘুমটা আনছে অন্য কেউ;
মোরগের ডাকের ভীড়ে, রিকশার টুংটাং আর গাড়ির হাল্কা প্যাঁপ্যোঁ সাথে;
আর দূরে নদীতীরে ভীড় বাড়ে, বাজার বসতে থাকে এবং;
চালু হয় নৌকাগুলি, গান ধরে দূরের মাঝি ও সাথে প্রার্থনাধ্বনি;
ভেসে আসে কোথা থেকে, পূজার ডালা হাতে টুংটাং বাজাচ্ছে কোন নারী;
উড়ে চলে পাখি, জগতকূল উপভোগ করে বাতাস কেটে কেটে সব ফেলে দিয়ে কিন্তু তখনো,
কি তার ভারী একলা লাগে?