অবশেষে নীতিটাও গেল,
যাবার ছিল যদিও; কিছুই বাকি রইলো না।।


দামটা সেই কবেই গিয়েছে-
মানও তার সাথে পগারপার,
স্বাস্থ্য হারাতে আর অবশিষ্ট নাই--
আবেগগুলোও রইলো না আর।


মিথ্যে অভিনয়ের সম্পর্কগুলো নাই-
সম্পদ তো কদাপিও ছিলনা,
শিক্ষা আমার কোথায় হারালো--
আর সাথে প্রেয়সীও মিললনা।


দিনগুলি আমার চলে গেল অনায়াসে-
রাতের পাখিও দূর হল,
বিকেলের উদ্দামতা হারিয়ে ফেলেছি--
সন্ধ্যার জমা আড্ডাটাও পালালো।


দক্ষতা হয়নি কখনো কিছুতে-
স্মৃতিরাও চায় না থাকতে,
নিজেকেই আমি হারাচ্ছি অবিরত--
বেঁচে আছি না পারতে।


পোড়া কপাল আমার; সুখটাই সইলো না।
তারপর আশাও গেল,