সোঁ সোঁ বাতাসে কান পাতো,
মিশে আছে কালো দীর্ঘশ্বাস
জনম-জনম বিস্তৃত, হাজার-লক্ষ বছর-
দিয়ে গেছে জনে জনে, প্রতিজনই যে।
আদতেই কি সবাই দিয়েছে দান?
এ মহান স্রোতে, দুখ ও ক্লান্তির পটে এঁকে


আপন বোধ বলতে পারে কেবল আপন বেদনা
অন্ধকারাবৃত যখন লাগে সকল মোহ,
সকল মায়া- সম্পদ ও সম্পর্ক। এমনকি আগতপ্রায় যত


বন্ধুও হয়ে যায় বন্ধুর পথের রাজা, কুৎসা রটনাকারী
শেষ জনমের হিসেবই যে শেষ হয় না কারো,
ওদিকে বয়ে যায়, চলে যায়, হারিয়ে যায়
ও যাচ্ছে জীবন। এবং তখন?


নতুনেরা আসে, হাসে আর যোগ দেয়
অবশেষে, এ করুন কান্নায় এবং জ্বলে-বোঝে আর ম'জে
এ মোহে-জীবন চালিয়ে মরনের দিকে হারিয়ে যাওয়া।


অর্থ-কড়ি করে মরি মরি করি যে কত চেতনা, কেউবা
জানে আনন্দ কেনার বিনিময়, কেউতো নিজেতেই খোঁজে
আর সবাই দেখেনা অন্যের যাতনা নিজের করে, তবে করে দ্যোতনা।
হারতে ও হারাতে থাকে সবই; টেকে কি মহান পাথর-ভাস্কর্য,
শিল্প-আবেগ-সেবা-প্রেম-কথ্য-ধারা-নূতনত্ব-মাধুর্য-ডালি আর তুমি?
না।। মহাবিশ্ব জানবে-দেখবে-অনুভব করবে। পরে যাবে।।