নেশার আর বাকি রইলো কি?
সিগারেট ফুঁকেছি, গাঁজা ধরেছি;
খেয়েছি কতশত মাল।
ফেন্সি ছেড়ে দিয়ে ইয়াবা টেনেছি;
সালের পরে সাল।।


প্রেয়সীর চোখে কত মগ্ন থেকেছি,
অধরে তার শ্রেষ্ঠ পিনিক পেয়েছি,
আধো-আলোয় বদনখানির নেশা করেছি;
দীঘল কালো চুলে তার কতই মরেছি,
আহা আমার কপাল।


নেশাগ্রস্ত আমি কত একা রাস্তায় হেঁটেছি,
আলো-শব্দের যজ্ঞ-মাঝে বিভোর হয়েছি,
কত ফ্যাসাদ-ঝামেলা পেরিয়ে চলেছি;
ঠেকে ঠেকে ধরা পড়ে তবে শিখেছি,
কি এক অকাল।


স্টেশনে কত অখাদ্য খেয়েছি,
জগত হতে সর্ব-ডুব দিয়েছি,
দুশ্চরিত্র-নষ্ট আখ্যা পেয়েছি;
নিজেতে আমি নিজেই হেরেছি,
ওরে ধন্দের জাল।


তবু প্রেয়শীর চেয়ে বড় নেশা পাইনি;
ভুলতে গিয়েও তাই মন বোঝেনি;
আকাশে উড়তে যেয়েও হাসতে পারিনি;
তার কিছুই কখনো হারিয়ে যায়নি;
আমার প্রেয়শীনেশার আকাল ।।।