শেষ শেষ শেষ
জীবন নামের খেলাটুকু আজ
শেষ শেষ। বেশ!


কতটুকুই বা দাম ছিল মোর;
কদমতলার অন্ধ নাগর
ঘন্টবাঁধা অভিনেতা বড়
কলপ কালো কেশ,


শেষ শেষ শেষ


অর্থকড়ি, স্বাস্থ্য-হরি;
কত ঝামেলা সাথে মনও চুরি
এইসব নিয়ে কোথায় গিয়ে
পাই শান্তির রেশ,


শেষ শেষ শেষ


হতে পারিনি আপন কারো;
বড্ড জ্বালায় অন্ধকারো
অপরাধের অসুখে অসুস্থ আমি
খেয়ে গেছি আজ কেস,


শেষ শেষ শেষ
জীবন-নাটক খেলাচিন্তাশিল্পের আজ
শেষ। বেশ! বেশ!