কি লাগবে?
নিজেকে প্রমান করতে?
আর কি কি লাগবে?
দিয়েছি সময়,
করেছি প্রণয়,
সঁপেছি প্রাণ,
আর কি চান?
জান? সেতো কবেই গেছে!
আর বেড়েছে এবং বেড়েই চলেছে-
নতুন যত উপলব্ধি, শক্তি; ভেতরকার আমি'র⁈
তাহলে কে কোথায়?
প্রশ্ন যত জন্ম হতে উত্তর কোথায়?
কেনো মেলেনা নিয়ম-কানুন, সূত্রাবলী অবশেষে⁉
যে বেশে আমি আমাতে থাকি, উত্তর ও-
আবেগ, ভ্রান্তি, বেদনা, প্রশান্তি বা মেজাজ হাসে।
অভিনয় চলে অভিনেতা সাজে, কাজে বা অকাজে!
নিজে, অথচ কিযে' কিযে' করেও চলে,
সবসময়, বা কখনো নয়। জানি কি আদৌ কিছু?
বাস করে মোর সাথে কোন্ সে বিছু?নিয়ে পিছু⁈
অকেজো করে দিয়ে মস্তিষ্ক যত শুষ্ক ধোঁয়ার-
আবেশে উষ্কখুষ্ক মন-প্রান করে আনচান-
হরহামেশাই। অথচ কখনো কখনো,
দেখেনা স্বপনো, মাতোয়ারা কাজে ভবিষ্যৎ বপনো!
আর মিল নাই ভাই মিল নাই পাই পাই করে বলি হায়'!
নিজেকে যত গ্যাঁড়াকলের সাথে ঝোলের মত-
পাকিয়ে নিয়ে বেগবল দিয়ে টানি।
আর হানাহানি? চলে চলে আমার আর ভেতরপ্রানি!
জলে-স্থলে, স্বর্গে-মর্ত্যে, অর্থে-শস্ত্রে, কষ্টেসৃষ্টে-
যেন ফাঁসির কাষ্ঠে হাসি হাসে মাঝে মাঝে, ভেতরের আমি, আর-
তুমি, আমরা যত কাছে-সাঁঝে;
জগত ও জীবন যে বুঝতে শিখেছি, লিখেছি।
কত হাজার বছর; জ্ঞান,বিজ্ঞান,সাহিত্য,রঙ্গ; ছড়িয়ে দিয়েছি-
সাথে অনুতপ্ত থেকেছি, খুশি হয়েছি, ব্যাথা পেয়েছি, হিংসায় মরেছি, নতুনত্ব বানিয়েছি।
আর মরেছি; নিজেকে নিজের কাছে ও তোমার মাঝে বোঝাতে বোঝাতে,
আজো মরেছি।