গানের দেশ কবিতার দেশ


"এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।।"


কোথায় পাবে এমন বাঁধনহারা
চৈতালি হাওয়া
কোথায় শুনবে এমন বাঁশের বাঁশির
গান গাওয়া
কোথায় নদী এমন স্রোতবক্ষে
ভরে ওঠে উথলিয়া
কাজল সেই নদীর জলে অবগাহন করা হলো না।


কোথায় শুক্লা দ্বাদশীর চাঁদ পাতায়
পাতায় হাসে
কোথায় হাস্নাহেনার কুঞ্জে মৌমাছি
গুঞ্জরিয়া  ভাসে
কোথায় বৌষ্টুমী কীর্তন গায় তার
দয়িতের আশে
তারার আলো জ্বেলে পূর্ণিমার চাঁদ তো উঠল না।


পথে প্রান্তরে কত ফুল ফুটে থাকে
বিমুগ্ধ অনুরাগে
কত যে রোদ্দুর হারিয়ে যায় মৌন
সন্ধ্যার অস্তরাগে
শ্রাবণ রাতভর কত মেঘ বৃষ্টি ঝরায়
ভৈরবী রাগে
তোমার আমার বাসর শয্যায় কদমফুল ফুটল না।


খেলাঘরের খেলা সখীরা কেউ আর
রাখেনি মনে
আর কী কখনও দেখা হবে যমুনার
ঐ পুলিনে
কত যে ঝরে  জল মর্মরিত বেদনায়
দুই নয়নে
বুকের তলার গভীর দুঃখগুলো আর হাসল না ।


''ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।।''


~  কোয়েল তালুকদার