তোমার কাছে ক্ষমা চাই,
আমার আচরণে হয়তো নিষ্ঠুরতা ছিল, শ্লেষ ছিল,
কাণ্ডজ্ঞানহীন অবহেলা ছিল
প্রসন্ন করে ভালোবাসা হয়তো  দিতে পারিনি শতভাগ,
ক্ষোভ রেখো না মনে ওগো প্রিয়তমাসু
ক্ষমা করে দিও।


আমরা চাইনি বিচ্ছেদ, চেয়েছি মুঠো ভর্তি প্রেম
জেনেছি জীবন একটাই
ভরেছি তাই অমিয় ক্ষণগুলি বিমল আনন্দে
হৃদয়ের গান  মৃদঙ্গ সুরে বেজেছে
জীবনেরই সর্বত্রে।


পৃথিবীর রোদ্দুর দিয়ে সরিয়েছি অমানিশার তমিস্রারাত্রি, দুঃখ জরাকে বিদূরিত করে ভরেছি আলো-  
দীপ্ত করেছি জীবন -
এরই ফাঁকে যদি মনঃকষ্ট  দিয়ে থাকি তোমাকে,
ক্ষমা করে দিও ওগো প্রিয়তমা।


****