মনে করো প্রশান্ত সাগর থেকে উঠে আসা
তীব্র ঢেউ তোমার শরীর ফেনায়িত করল
তুমি ক্রমশঃ দুই চোখ মেলে বললে -- জড়িয়ে ধরো।
কিন্তু তার আগেই আসন্ন সেই শীতের রাতে
তুষারপাত শুরু হলো।
সাদা বরফের কুচি তোমার সর্বাঙ্গে লেপ্টে আছে
তুমি তখন অভিমানহীন উদাসীন এক নির্জন হরিণী।


যে প্রেম পালঙ্ক আসনে, যে আসন চিত্রিত মেঘে ঢাকা
যে মেঘের নীচে গুচ্ছ গুচ্ছ তারা
যেথায় ত্রস্ত হয়ে ওঠো তুমি, আমি সেথারই এক
নিষ্ঠুর হরিণ শিকারী।