আজ এমনই এক চাঁদ উঠুক আকাশে
এমনই তার জোছনা,
শুধু গানেরই সেই রাত হবে।
আজ এমনই মেঘ গুরুগম্ভীর দিন হোক,
শুধু ঝরঝর করে বৃষ্টি ঝরবে, কাক ভেজা ভিজব দুজনে।
আজ নাহয় রুপালি রঙের রোদ্দুর হোক,
সারা গায়ে উত্তাপ ছড়াক তার
রূপশুভ্র আভা।


ঐ পরগনা থেকে সেই সাওতাল মেয়েটি
নাকি আজ আসবে, যাকে দেখেছিলাম জগতি স্টেশনে-
ও নাকি ঠুমরী শোনাবে,
ওকে আজ ছুঁয়ে দিক এই জোছনা, এই বৃষ্টি,
এই রোদ্দুর।


এত ক্ষুধার্ত ঐ বুভুক্ষু চাঁদ,
এত ঝুমুর ঝুুমুর মাদল বাজে ঐ বৃষ্টি ধারায়,
এত উত্তপ্ত এই রোদ্দুর....


***  ***  ***