আমাদের ভাষা পাশ কাটিয়ে যায়
টইটম্বুর জলের মাপে ভিনগ্রহের প্রাণীদের মতো
আমাদের মুঠো মুঠো আহারের গল্প
পরিণত যুবতীদের পর ঘরে সংসার স্বপ্ন হয়ে
উড়ে যায় লাল নীল প্রজাপতির নিপুণ বিলাপ।


আমাদের ভাষা বেলিফুল
দুরন্ত শিল্পীর আঁকা পুরাতন যুদ্ধ তলোয়ার
অথচ দানা বাঁধা ক্ষোভগুলো না দেখে
পথের পাথর মেখে মধ্যস্থ কুকুরসব
অজ্ঞাতে, বিপুল অজ্ঞাতে চড়ে বসে দর্পের মিনার।


আমাদের অনুজ্জ্বল ঊহ্য ভাষা
মাঝে মধ্যে মধ্যরাতে প্রতিধ্বনি প্রেয়সীর ঠোঁটে,
চাঁদের চৈতন্য ভুল, ব্যাকুল আকুল হাত
ঝড়ো রাত নিঃসঙ্গ ঘুঙুর খোলে টলমল কবি,
অধিকার অস্তাচলে অস্থির বিপ্লব গাঙে ঢেউ।


আমাদের কবি সাংবাদিক শিক্ষক শিল্পী রাজনীতিবিদ বেশ্যা
বেবুঝ জলকণায় ভাসতে থাকা সাধারণ মানুষ
কৃষক জেলে মৌলবী পুরোহিত ও উদ্বাস্তু প্রেমিকের ভাষা
ভীষণ ভেজাল শিল্প, অযতনে আমূল উল্লাস
আমাদের প্রতিবাদের ভাষা তাই পাশ কাটিয়ে যাওয়া এক হাসির খোরাক।