চেনা মানুষ


🟠🟠🟠


তোর হৃদয়ের অলিগলি আমার চেনা, পরিস্ফুরণ
চাঁদের মতো আধেক হাসি, আধেক আঁধার অবগুন্ঠন
মেঘের মতো গুমট কালো, বৃষ্টি ফোঁটা শান্ত বারি
খুব আনন্দ ভীষণ বোকা, ক্ষণেই আবার আহাজারি।



চিনিরে তোর খোঁপার বেলি, বকুল গোলাপ গন্ধরাজও
জানি সকল আগুন রঙের কঠিনতর নিত্য সাজও
ঠোঁটের বাঁকা, কুঁচকানো ভ্রু, উপহাসের তপ্ত হাসি
কাতর চিনি, ভালোবাসায় ভিজে যাওয়া চোখ উদাসি।



তুই তো আমার অনেক চেনা, নখ থেকে চুল, শুদ্ধ ভুলে
সাগর অতল ঢেউয়ের মতো আঁচড়ে পড়া ভাঙা কূলে,
হারিয়ে যাওয়া আশিস গ্রীবা, আছিস কেমন, জানিয়ে দিস
ক্লান্ত সুখে, আনন্দ রোদ, একটু পুরান অভিমান নিস।



তোকে চিনি, চিনি সকল ভাঙা বাঁশির বেদনা সুর
জানি তো রোজ কাটছে কেমন ব্যস্ত রকম রাত্র দুপুর
এও জানি মোনাজাতে, ইবাদতের অন্তিম ছলে
তোর দীর্ঘশ্বাস, চোখের পানি, কেমন আমার কথা বলে।



হোক ছলনা, ঘৃণা কষ্ট, তবুও যে আমরা চেনা
তুই আমারে, আমি তোরে, এমন করে আর তো কেউনা
চিনি বলেই চেনা মানুষ বিড়ম্বনার শেষ বিকেলে
কালমা পাঠে আসিস বোকা, সংবাদ পেলে সময় হলে।


                            ❑ ❑


প্যারিস
২৭/১২/২০২১