হাত ভরে খুব দেইনি  তোমায়
দীপ নেভানো  স্পষ্ট হাওয়া
দেইনি কভু বিচিত্র মেঘ
বিরল চোখের অমূল চাওয়া


❑ ❑


এলোমেলো এক অজলা জল
তোমার পায়ের নখে ঢেলে
তৃষ্ণা কাঁপা ঘৃণাগুচ্ছ
বেঁধেছি রোজ নীল আঁচলে


❑ ❑


দেইনি তোমায় যোগ্য আসন
মনের বাসন হয়নি দেখা
রঙ খুঁজেছি শাড়ির পাড়ে  
চোখের করুণ হয়নি শেখা  


❑ ❑


বিক্ষোভ এ রাত কিংবা দেহ
তোমার ঠোঁটের ঘ্রাণ অমূলক
মিথ্যাচারের কন্ঠস্বরে
ছড়িয়েছে যা আজ সত্য হোক


❑ ❑


আজ সত্য হোক পড়শী কথা
দুর্মুখেরা জয়ের বাঁশি
পঞ্চাশ, পঁচা দেহের পূবে
একবার জাগুক হারের হাসি


❑ ❑


হাঁটতে পারি, হেঁটে পুরান
চোখরাঙানো তোমার কাছে
পরাজিত বিস্মিত রোদ
ফিরে  যাবার সাধ্য আছে


❑ ❑


সাধ্য আছে তথাপিও
অস্বীকারের মীমাংসা পথ
বেছে নিয়ে বেঁচে থাকার
আমাদের এই দ্বৈত শপথ।


                   ❑