এসো রক্ত,মঙ্গল প্রতিভা


এসো তোমাকে নদী অথবা আগুনের কথা বলি,
গান অভিমান কিংবা তীর্থ তস্কর কৃতাঞ্জলি
মানুষে বিনাশ, শ্রেণী ব্যবধান প্রিয় অহেতুক কথা
মানুষে মানুষে ক্ষত থুথু যত, মানুষের নীরবতা।


জ্বালিয়ে রেখেছি এসো পুরাতন, মানুষের খামারে এসো
ধর্ম অথবা সমাজ প্রণীত পুঁথি বিগ্রহে এসো,
নিয়ম এবং সম্ভ্রম শাসনে তুচ্ছ জীবনের দাম
ঘৃণাগ্রহে এসে দেখে যায় নদী, আগুন পীরিতা খাম।


বৃথাই অযুত গোলাপের হাত, বেহুদা ঠোঁটের লাল
মানুষ এখানে মাপকাঠি মানা শিহরীত কঙ্কাল
জোঁকের চুষা রক্ত এখানে বীর্যের কথা কয়
পহেলা ফাগুন মেকিচুমু দরে ভালোবাসা দিন হয়।


অশ্রু অথবা অনাদর মুহ্য, ভাবাবেগ মূল্যহীন
এসো তোমাকে শেখাব শরীর, প্রেমের মেটাতে ঋণ
বিপ্লব বিদেহী, ভ্রূণে পঁচা জল, মানুষ এখানে একা
রাষ্ট্র নিয়মের অতল কালিতে লিখছে উপদেশ লেখা।


একুশ উপহাস এখানে বিষম হয়ে গেছে দেখো এসে
অভিজিত দীপন ওয়াসিক অনন্ত স্বাক্ষ্য দিতেছে হেসে
এখন এখানে ধর্মীয় পাপী মুফতির অভিধায়
বাঙালির আশা, বিশ্বাসের স্তম্ব একুশের পদক পায়।


এসো রক্ত অথবা গোপন কালির আঁকরে গালি  
নিদ্রিত চোখে অংকুরবারি পুনঃবার দ্রোহে ঢালি
পুনঃবার মুজিব, পিতার মতো অসাম্প্রদায়িক ফুলে
মানুষের দেশে মানুষ মাপি মানুষের পাল্লায় তুলে।