মা আমার ঈশ্বর খোদা যীশু
➖➖➖➖➖➖➖♦️



কোন কোন রাতে হঠাৎ মা
পড়ার টেবিলে এসে আমার পাশে বসে থাকতেন মূর্তিমান
বই হাতে নিতেন এটা ওটা,
আমার মা পড়তে জানতেন না
অথচ আমাকে পড়ার এক অসাধারণ ক্ষমতা ছিলো তাঁর
এবং আমিও পড়ে নিতাম চোখ।


মা আমাকে পড়তেন চুলে হাত বুলিয়ে
অথবা কাঁধে আমার নুইয়ে দিয়ে মাথা,
স্নেহোন্মাদ আমার বুকের শহর এভাবে শীতল করতেন মা
এভাবেই আমিও শিখে নিতাম জীবনের স্বর।


যখনই এলোথেলো যখনই ক্লান্ত হই স্রোতে
তাবৎ তর্কাতীতে মা আমাকে প্রমত্ত আলোতে নিয়ে টেনে
সংগোপনে শিখিয়ে যান বেঁচে থাকার রীতি
পবিত্র আযানের মতো নিমিষেই পূতঃ করেন শ্বাস।


আমার আনন্দ মা, আমি মায়ের পথভোলা শিশু
পৃথিবী বিভ্রম দৃশ্য, মা আমার ঈশ্বর খোদা যীশু।