সমস্ত কাতরতা জমে জমে


তোমার উপেক্ষা মাধুর্য্য
আলোকিত করে উন্নাসিক লবনাক্ত চোখ


অন্তরে উঠতেছে বলক দুশ্চরিত্র আগুন থাবায়
ভেংচিকাটা বিকেলের ভাঙচোর প্রান্তরে
নিঃসীম তীর্থ কাক বাঁচে কেবল ভরসার শীতল পূজায়


উপাখ্যান বদলায় জানি
তীর ভেঙে সৃষ্টি হয় নদীর ছলাৎ
রহস্য রাতের শেষে
কথিত তরল হোক মুকুলিত তোমার অধর


জঘন্য যন্ত্রনা পোষে পুরুষ শরীর
সমস্ত কাতরতা জমে জমে জন্মায় এক-
তুমি নামে তরুমতী গোলাপ সুন্দর।