বেশ্যা ও দেবত্রী হয়
তাঁর আছে অর্ঘ্য শরীর
নাপাক দেহের চুসে ব্রাত্য ক্ষুধা
মহিয়সী বিনির্মাণের সে এক শক্ত সেঁতার


একটি চিঠি উড়ে গেলো
কয়েকটি পায়রার পালক খসে খসে স্থিত বসুধায়
তুমি যে নারীকে ভাবো নষ্ট নুপূর
তাঁরও সুরেল সরল প্রেমগাঁথা
তোমার তস্কর সভ্যতার দেয়ালে আজ লীন


মলিন মানবী ভেবে ঘৃণার থু থু
কাতুকুতু শরীর থেকে নির্গমন কালে
কুঞ্চিত কপালে তোমার যে চিহ্ন জাগে অবিরাম
সেই বেশ্যা, দূর্গা পূতের পুণ্য তাঁর নাম।