ভালোবাসি অন্ধকারটা কিংবা কালো চোখের কালি
তোমার ভেতর জমাট বাঁধা শুদ্ধ প্রেমের গালাগালি
চোখরাঙানো, হাতের তালু, ভালোবাসি পাপাচারও
ভীষণ জানি অন্তর কথা কেমন তুমি ঢাকতে পারো


গোপন করা চোখের পানি এবং অমূল বাঁকা হাসি
আমার কাছে তীর্থ নিনাদ তোমার অতল উপহাসই
ইচ্ছে ছেঁড়া সেতার তারে কেমনতর কান্না রচে
হিংসা স্বরে সুর বুনে যাও আমার তো খুব জানা আছে


শুকনো ঠোঁটের তরল তৃষা বিষম কত আমি জানি
একা রাতের গোপন কাতর আত্মগত কানাকানি
চিনি তোমার চিত্ত রোদের অহমিকা এবং আর্য
নিজেকেই ভেঙে খুঁড়ে শোধ শাসনের বিচার কার্য


কুড়িয়ে নেবার আগে তোমার হারিয়ে দেবার গল্প পুরান
দূরের কথায় কান দিয়ে তা বিশ্বাস করো যেমন কোরান
তর্কে তুমি অশুদ্ধ রোজ, উপাত্ত সব আজগুবি হয়
তবু তুমি অন্তর পূতঃ, কাঁচা তোমার সব অভিনয়


ভালোবাসি ভুল তোমারে, ফুল তোমারে অনিরুদ্ধ
তোমায় ভালোবাসা আমার এক জীবনের একলা যুদ্ধ।