(১)
এইতো কিছুক্ষণের জীবন।
অণুজীব হয়েও লড়াই করি আমরণ
অন্য জীবাণুর বিরুদ্ধে।
শান্তির ভিক্ষা নয়, অণুঅস্ত্র হাতে
লড়াই চলবেই, হবো না পরাজিত।
তারপর আমি প্রকৃতি নির্বাচিত।


(২)
এইতো আরামের জীবন।
লড়াইহীন শান্তি-ত্যাগের আত্মসমর্পণ,
অন্যায়ের পায়ে চিরকাল মাথানিচু।
নীতিকথা, রণহুংকার যত কিছু
চিড় ধরে ফ্যাকাসে বৈচিত্রের স্পর্শে।
আজ ভুত জন্মায় ঐ যেখানে সর্ষে।