অবশিষ্ট মেরুদণ্ডটা দিলাম বেচে,
নিজের ইচ্ছায়, সজ্ঞানে!
এক গাল ভরা হাসি মুখে।


একটু সস্তা দরে,
বাধ্য হয়েই বেচতে হলো শেষে!
কারন দু'মুঠো অন্ন চাই বেলাশেষে।


মাত্র পাঁচটা দিনেরই ব্যাপার,
কেটে যাবে কোনমতে প্রাণ স্বপরিবারে।
দেখা যাবে কি হবে তারপর!


...


এরপর ঘসটে, নিংড়ে, মাটি কামড়ে,
উঠে দাঁড়াতে চায় ব্যর্থ জীবন।
এখনো বাকি আছে মাংস শরীরে!


ভরা বাজার, আছেন তো অনেকেই;
উঁচু-নীচু, সাদা-কালো, মোটা-সরু কত।
"যাক, আমি একা নই"- শান্তি এখানেই!