পরিস্কার ঘটে যাওয়া বাস্তব সত্য
অস্বীকার করি নিই নির্দ্বিধায় সহাস্যে।
নির্লিপ্ত নির্লজ্জতায় বকে চলা কথ্য
মনোরম রূপকথার জাল বুঁনে প্রকাশ্যে।


গর্বিত কিন্তু বিতাড়িত ভীরু পলাতক
ঘসেমেজে চালাই একই ক্যাসেট বারবার।
গা বাঁচিয়ে পথ চলাই যখন শখ
পাশ বালিশের চাপে লুকাই চিৎকার।


তপ্ত উষর মরুর আগ্রাসী ছোবল
কেড়ে নেয় আমার হাতে গড়া বাগান।
একে একে ঝরে পড়ে মহীরুহ সবল
বালি ঘরে জ্যোৎস্না রাতে গাই গান।