সবাই ভন্ড...
তাইতো আত্মসন্মানহীন মৃত্যুর শহরে,
যুক্তি হেরে যায় স্বার্থের ছোঁয়াতে!
বাঁকা দৃষ্টির মুখে নিরাপদ মৌনতা,
পাশবিকতার গৌরব স্থায়ী করেই চলেছে!


সবাই ভন্ড...
তাইতো ছদ্ম প্রেমের প্রলোভনের ফাঁদ,
ব্যস্ত হয়ে ঢেকে দিই, হেঁয়ালির শব্দজালে!
অপরাধ-যুক্তি-তর্ক ও দুর্দান্ত প্রতিবাদ,
মুচকি হাসে বারবার, আবর্তন কালে!


সবাই ভন্ড...
তাইতো মহারাজা-রাণী, মন্ত্রী-সান্ত্রী
মুঠো মুঠো আশা বেচে, ঝোলা ভরে!
শেয়ালেরা মত্ত ক্ষত বাড়াতেই, কিন্তু-
আমি জীবিত হই, রোজ মরে মরে!