ঘুম থেকে উঠে...
উষ্ণ চায়ের চুমুকে খবরের কাগজ পড়ি
আর চটকদার ঘটনা খুঁজি পাতা উলটে।
যে কোন একটা পেলেই হলো আহামরি...
হাঙ্গামা, নারীনিগ্রহ, মানবাধিকার লঙ্ঘন,
বেকারত্ব, মিথ্যাভাষণ, অসাম্য,
দুর্ঘটনা, পশু নির্যাতন, হঠাৎ বিস্ফোরণ;
ব্যাস... তারপর জাগ্রত বুদ্ধিবাদ অনন্য।


শুরু- মোমবাতির মৌন মিছিলের প্রস্তুতি।
দিনভর দেহে উত্তেজনা, সোশ্যাল মিডিয়ার আহ্বান;
একজোট হওয়া সভ্য-শিক্ষিত শান্তির ভিক্ষার্থী
পক্ষে-বিপক্ষে, তর্কে-বিতর্কে গাই প্রতিবাদী গান:
"শান্তি, শান্তি, শান্তি... একটু শান্তি চাই!"
মানবিকতার দূত হয়ে দাপাই রাজপথে
চলে "মর্মাহত, সমবেদনা" শব্দের আজব বড়াই,
শেষে ক্লান্ত শরীর ফেরে বাড়িতে, শূন্য দু'হাতে।


পরদিন ঘুম থেকে উঠে...
উষ্ণ চায়ের চুমুকে খবরের কাগজ পড়ি
আবার চটকদার ঘটনা খুঁজি পাতা উলটে...