তুমি চাও নিজের প্রসাদ,
নিজের পূজা আর আরতি,
জনে জনে তুমি মাহাত্ম্য বলো,
যদি বেড়ে যায় তোমার প্রতি মিনতি।


এদিকে ওদিকে তোমার দুয়ার
নানা জনে নানা পরিধানে অর্চনা তোমার,
কেউ খুশি হলে বৃষ্টি, কেউ খুশি হলে সৃষ্টি,
কেউবা রেগে গেলেই প্রলয় আবার।


যত পথ আছে, ততো মত পাছে,
শর্টকার্ট নয়, আবার ঘুর পথও নয়,
আমি চাই শুধু একটিই পথ সামনে,
যে রাস্তায় সবাই হাঁটবো, নয়তো ভয়।


অবোধ সন্তান পায়ে পড়ে,
ক্ষমা করো যদি অন্যায় বলে-
"তেত্রিশ কোটি দেবতা শোন
ততোদিন তোমার অমৃতপূত্র ভিন্ন রবে,
যতদিন না তোমরা এক হবে।"