স্বার্থপর প্রেমের গর্ব অনেকবার দিয়েছে ধোঁকা।
তবুও শিক্ষা হয়নি তাঁর রকমারি ছলনায়,
কারন সাদা মন মেনে নেয় জাদুর কথা
আর অন্তিমকাল অবধি বাঁচতে চায় আশায়।


যে কোন শর্তে সমর্থন তাঁকে চোখ বুঁজে
ন্যায়-অন্যায়, ভালো-মন্দ দুইই চলবে এক সাথে।
শুধু দোষ খুঁজে ফিরেছি আপনার মাঝে,
যেন জীবনটা আরো সুরক্ষিত হতো সেই হাতে।


হাজার আঘাতের ক্ষত মুছেছি সান্ত্বনায় নির্বিকারে,
ফলে শেষ বেলায় তাদের সংখ্যাও গুনতে পারিনা।
ঐ অকৃতজ্ঞদের নি:শর্ত সমর্থন মিশে গেছে শরীরে,
(বোধহয়) একটু দাগ থাকাই ভালো ছিল- তাইনা?