ঘরছুট লাল পিঁপড়ে যত
ভয়ে ভেগে যায় একসারিতে;
শুধুই নিজের জীবন হাতে।


মুখেতে ডিম, আহত সাথী
পিছুটান মুছে এক নিমিষে;
দীর্ঘশ্বাস ফেলে অন্য প্রদেশে।


সংসার নিয়ে শান্তিটা চায়
ছোট্ট সাজানো মাটির ঘরে;
হায়! হঠাৎ অরি দুয়ার 'পরে।


কিছু প্রতিরোধ, বেশি স্ববিরোধ;
ভেঙ্গে দেয় শত কপট দম্ভ
উদারচেতার প্রাচীর-স্তম্ভ।


আবার...
শান্তিপ্রিয় লাল পিঁপড়ে যত
ঘর ছেড়ে হাঁটে একসারিতে;
ছদ্ম মহানতার আত্মত্যাগে।