মাকে পাঠিয়েছি বৃদ্ধাশ্রম;
তাই উদার এখন মন।
বাড়ি বাড়ি গিয়ে কষ্ট খুঁজে
ঔষধটা দিই বুঝে।


মাকে দিইনি ঘর;
তাই জানা আছে মানবাধিকার।
বুক থাপড়াই পড়শির ব্যাথায়
ভবিষ্যৎ করে অসহায়।


মাকে দিইনা ভাত-কাপড়;
খোঁজ নিইনা; আজ সে পর।
বাঁধি ঘর নিজ সঞ্চয় ভেঙ্গে
আজীবন অকৃতজ্ঞের সঙ্গে।