অপহৃত সম্প্রীতি-
ভীতু মনের এক কোণায়
দম আটকে হাঁসফাঁস করে রোজই,,,
বাঁচার আশায়।


নাটুকে মুখের নরম ঠোঁট
যেন দুটি কঠিন গারদ।
নির্দ্বিধায় ভাগাভাগি করে সবই
তবুও চেঁচায় ভাম-ভদ্র-বলদ।


পঙ্কিল ঘোলা সব,
মনটাও চুইংগামের মতই
বারবার দাঁতে চেপে ধরে
অসহায়কে কাটে ততই।


হেরে যাক, ক্ষয়ে যাক,
উদার আপন স্বজন।
শুধুমাত্র ক'টা দিনই তো বাকি
গেলেই শেষ জীবন।