হীরা ডাকে,
এসো আলোরা বুকের মাঝে
জেগে উঠ মোর সাজে।
একঝাঁক আলো একত্রে  এলো
সাজিয়ে হীরা ছড়িয়ে গেলো
একা একা এদিকে ওদিকে।


কী আর করি লজ্জায় মরি
চুপ করে ভাবে আঁতসকাঁচ,
হঠাৎ শিড়দাঁড়া সোজা করে
দাঁড়ায় সঠিক দূরে,
একঝাঁক আলো মেলায় একই বিন্দুতে।
এরপর কী হলো? তাও কী হবে বলতে!