বন্ধু আমায় কাছে ডেকে বলে- এই যে কবি,
কবিতা তোমার কিছুই বুঝিনা, যতসব আজগুবি
লেখাগুলোর কোন মাথামুন্ডো নেই, রষকষহীন সত্যি।
কিসের ব্যথায় ধরেছো কলম? কী হয়েছে ক্ষতি?
হতাশার এই কবিতা ছেড়ে চলো একবার কল্পনায়,
সুন্দর-শান্তি সকল পাবে প্রকৃতির ঐ পাতায় পাতায়।


তাইতো আজ, লিখতে বসেছি রোমাঞ্চকর কবিতা,
চিন্তা করি পাখির কথা, গাছ-ফুল-ফল-পাতা।
ভেবে ভেবে শেষে রাত হয়ে গেল তারার দিকে চেয়ে,
খালি পেটটা বলতে লাগে- চল, উনানে দে হাঁড়ি বসিয়ে।
খিদের ব্যথায় পেট কামড়ায় হঠাৎ রাতের গভীরে,
পেটের ভাষায়- কল্পনা তোর রয়েছে সবই, ভাতের হাঁড়ির ভেতরে!