ভালো কিছু আজ করতে গেলেও বাঁচার চলে লড়াই,
এ পায়ের ছাপ থাকবে মাটিতে- ওতেই বড় বড়াই।
ঝড়ের বেগে কে বা কারা ছুটে চলে রোজ পথে,
নিজ লক্ষ্যে পৌঁছেই সে চলে যায় নিজ রথে।


তারাখসা ঐ আকাশ থেকেই মাঝপথে হয় বিলীন,
চেষ্টা ওদের কারো মনে নেই- কোথায় করলো ঋণ?
চলছে সোজা নিজের লক্ষ্যে বুকে নিয়ে শত আশা,
বায়ুর ঘসায় ছাই সে হলো, অপূর্ণ গড়া বাসা।
আস্তে ধীরে ছাইয়ের গুড়ো জমছে জগৎ বুকে,
নজর তাদের দেয়নি কেউই, ভালোবাসেনি ঝুঁকে।


সেই ছাইয়ের বুকেই পা মাড়িয়ে দিচ্ছি ব্যথা হাজার,
কেউ জানেনা ঐ আঘাতই গড়বে ছাইয়ের পাহাড়।