এককোণে, কলেজের মাঠে বসে গল্প,
ক্লাস ফাঁকি, অসময়ে ক্যান্টিনের টিফিন অল্প।
মুখে সর্বদা হাসি, ছোট্ট ছোট্ট স্বপ্ন গড়া,
হঠাৎ করেই এরপর প্রেম সাগরে পরা।


হাতে-হাত, জীবন মরনে থাকব শুধু তোমার,
হোকনা কষ্ট, সইব দু'জনে- আসুক বাধা হাজার।
কত শত গিফট দেয়া-নেয়া, অনায়সে হল শেষ,
তিনটি বছর একটিবারেও ভাঙেনি এর রেশ।
সারাটা জীবন এমন করে দিন যদি যেত চলে,
সব কিছুকেই দিতাম ভাসান, হেসে-খেলে অবহেলে।


ঐ রকমই প্রায়, হঠাৎ ছাড়াছাড়ি।
খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে লাগল ইগো-র আড়ি।
প্রেম-ভালোবাসা, শক্ত প্রতিঞা ঢাকলো ছোট ফাঁকে,
(ভাবি) প্রানসঙ্গী রোজ তো হারাই জটিল জীবন বাঁকে!


দু'জন দু'জনে দেখলে কোথাও থাকিনা আর আশপাশ,
সবাই জানে, ওটা শুধু ছিল এক পর্বের টাইমপাস।