আজ নোংরা সেই পদ্মদীঘির জল,
যা করতো ঝলমল।
কারন ক্ষতিকারক কত দূষক
অনায়াসে প্রতিদিন আসছে আর ভরছে,
যারা সবই নির্মলতার শোষক।


তৈরি জলের উপরে পুরু চাদর
শ্যাওলা, আগাছা, কচুরিপানার।


ফলে নিচের অক্সিজেন রোজই হচ্ছে শেষ,
যেখানে ছটফটানো সমস্ত জীবন,
ঘোলা-দমবন্ধে প্রায় নিস্তেজ।


যেন নিশ্চুপ জৈববিবর্ধন-
গড়ছে সাফসাফাইহীন বাস্তুতন্ত্রের দেশ,
সাথে বিষাক্ত মন।
আর পাশের স্বার্থবাদী প্রতিবেশী রোজ অপেক্ষায়;
ভাবে, কখন মাছ মরে ভাসবে।
খাবে বিনা পয়সায়!