এখানে মিথ্যে মিষ্টি কথার দাম লাখ,
আর সত্যি ভাষার বুকে যত লাথ।
তাইতো,
সহজেই বুঁজে থাকি মাথা আন্ধকারে,
প্রকাশ্যে ইতিহাস বিকৃতি করে কেউ  চিরতরে।


যেখানে বাইরের সাদা পোষাকই আসল,
ময়লা মন জড়িয়ে বাঁচি, সেটাই নকল।
ভাইরে,
গোঁড়া পঁচানো গাছে ফলের আশায়,
দিনরাত কেন দোষারোপ করো গভীর নেষায়?


আজ হোক না লড়াই রাজায় রাজায়,
সৈন্য বসে একটু জিরাক পাশের ঐ রাস্তায়।
হয়তো,
শেষে নিজেদের উল্কাপাতেই শান্তি ফিরবে,
এই ডায়নোসর-দম্ভ ধ্বংস হলেও, পৃথিবী রোজ ঘুরবে।