বসে আছি আমি তোমার পথে,
শত অত্যাচার সয়েও এখনো ভাঙ্গিনি।
করজোড়ে বিশ্বাসী সাধক, যাইনি বিপথে;
দিব্য অলৌকিক কিছু তুমি করবেই, মানি।


এদিকে


দ্বীধাহীন ব্যস্ত দেবতাও- বসে অপেক্ষায়:
সাধকের দু'হাত গড়বে মুঠি কোন দিন?
উন্নত শিরে একটু লড়বে, প্রতিবাদে গর্জায়!
তাই, একে অপরের ভরসায় আজ কর্মহীন।