শব্দ খুঁজে পাইনা কেন কবিতা লেখার?
যদিও আশেপাশের এত কোলাহল
কানে ঢোকে, কিন্তু মন স্পর্শ করেনা আর।


হাত ভর্তি ব্যথার রাখী ছিড়ে ছিড়ে খুলি,
দাগ কাটে পুনরায় শুকিয়ে যাওয়া ক্ষতে।
নকল সাজানো প্রাণে বারবার চলে তুলি,
তবুও রংচটা সম্পর্করা জাগায় মাঝ রাতে।


আজ ছন্দহীন জীবনের গদ্য কথার শূল,
প্রতিমুহূর্ত আঘাত করে মিতার ছদ্মবেশে।
তাঁর প্রকাশ্য আঘাতে গুমরে লেখা এই আবোলতাবোল,
ঝালমুড়ি বুকে ধরবে একদিন শেষে!