জীব বাস্তুতন্ত্রের জটিল খাদ্যজাল
ছড়ানো রয়েছে এই দুনিয়ায়।
এখানে অহিংসার নীতিকথা মূল্যহীন চিরকাল,
আর খাদ্য-খাদক সম্পর্ক সবার ঊর্ধে রয়।


সাময়িক আবেগের বশে যার ব্যতিক্রম,
ক্ষতি ছাড়া লাভ করেনি কোনদিন পরিবেশে।
প্রবাদও বলে- "প্রেম আর যুদ্ধের কোন নেই নিয়ম।"
হঠাৎ অতি ক্ষুধার্ত প্রাণী, নেকড়ে হয় অনায়সে।


বেশি মাত্রায় বংশ বৃদ্ধি, অস্তিত্বের সংগ্রাম, প্রকরণ,
ডারউইনবাদের মূল প্রতিপাদ্য বিষয়-
শেষে প্রাকৃতিক নির্বাচন ও যোগ্যতমের উদ্বর্তন।
শুধুই ভুলে যাই, শুধু ভুলে যাই, হায়!